বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নৈরাজ্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট

সাইকোহেলথ নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারী ও উষ্কানিদাতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়ার পাশাপাশি প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। দেশের সব ভাস্কর্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এই আদেশ দেয়া হয়।

একই সাথে ভাস্কর্য, ম্যুরাল ও প্রতিকৃতি নিয়ে জনমনে বিভ্রান্তি দূর করতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবকে গণমাধ্যমে বক্তব্য প্রচারের নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত।

এদিকে, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মামলায় গ্রেফতার চার আসামিকে মঙ্গলবার আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে জুগিয়া ইবনে মাসুদ মাদ্রাসার দুই ছাত্র আবু বকর ওরফে মিঠুন ও সবুজ ইসলাম ওরফে নাহিদের ৫ দিন এবং একই মাদ্রাসার শিক্ষক আল-আমিন ও ইউসুফ আলীকে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকলেও আসামির কোন আইনজীবী ছিলেন না।

গত ৪ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে রাতের আঁধারে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে চারজনকে গ্রেফতার করে পুলিশ।