সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনা প্রতিরোধে টিকা কার্যক্রম বাড়াতে এবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের অনুমোদন দিলো যুক্তরাজ্য। এটি দেশটির অনুমোদন পাওয়া দ্বিতীয় টিকা। আগামী ৪ জানুয়ারি থেকেই সাধারণ মানুষকে এই প্রতিষেধক টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবিত ফর্মুলায় এই টিকা তৈরি করছে সুইডিশ-ব্রিটিশ বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। বলা হচ্ছে, এই প্রতিষেধক সহজে সংরক্ষণযোগ্য ও পরিবহনযোগ্য। দামও তুলনামূলক কম।
এর আগে, মাসের প্রথম সপ্তাহে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের প্রথম অনুমোদন দিয়েছিল যুক্তরাজ্য। এদিকে, করোনা রোগীর ভিড়ে এখন ঠাসা দেশটির হাসপাতালগুলো। এমনকি রোগীকে বেড দিতে পারছে না অনেক স্বাস্থ্যকেন্দ্র। হাপসাতালের বাইরে দেখা গেছে করোনা রোগীসহ অপেমান অ্যাম্বুলেন্সের সারি। এ নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাসে উদ্বেগ প্রকাশ করেছেন সেখানে কর্মরত অনেক বাংলাদেশি চিকিৎসক।