সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনাভাইরাসের টিকা আমদানির জন্য ৫ হাজার ৭৬৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশে জরুরিভিত্তিতে একনেকে তা অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ভারতের সাথে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশ টিকা পাবে বলেও আশা করেন তিনি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা মিলে করোনাভাইরাসের যে টিকা তৈরি করেছে, তার উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সম্প্রতি ‘সেরাম ইন্সটিটিউট ভারতের বাইরে টিকা রপ্তানি করবে না’, এমন খবরে উদ্বেগ তৈরি হয় বাংলাদেশে। এরই ভিত্তিতে নতুন করে পরিকল্পনা কমিশনের কাছে করোনার টিকা আমদানির জন্য টাকা চায় স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় করোনা টিকা ক্রয়, সংরণ ও টিকা দেয়ার জন্য প্রয়োজনীয় অর্থ অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য আবুল কালাম আজাদ জানিয়েছেন, দেশে ১৩ কোটি ৭৬ লাখ মানুষকে টিকার আওতায় আনা হবে। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি ডোজ টিকা আমদানি করা হচ্ছে। একনেকে সুন্দরবন সুরক্ষাসহ ৬টি উন্নয়ন প্রকল্পের জন্য ৯ হাজার ৫৬৯ কোটি টাকা অনুমোদিত হয়।