যুক্তরাষ্ট্রে নতুন করোনার সংক্রমণ ব্যাপক হারে বাড়তে পারে- সিডিসি

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি

সাইকোহেলথ নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে নতুন করোনাভাইরাসের সংক্রমণ সামনের কয়েক সপ্তায় ব্যাপক হতে পারে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টার- সিডিসি এই আশঙ্কার কথা জানিয়ে সবাইকে সতর্ক করেছে। নতুন এই করোনাভাইরাস যুক্তরাজ্য থেকে আসা, যাকে অতি সংক্রমণশীল বলে সতর্ক করা হচ্ছে।

এর ফলে স্বাস্থ্যখাত আবারো বড় ধরনের ধাক্কা খাবে বলেও ধারণা করছে সিডিসি। এর আগে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারে ১.৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা পরিকল্পনা প্রকাশ করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে এক ট্রিলিয়ন ডলার ব্যয় হবে পরিবার কল্যাণে। যেখানে প্রত্যেক আমেরিকান পাবেন ১৪শ’ ডলার করে।

এছাড়া মহামারি মোকাবিলায় ৪১৫ বিলিয়ন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে ৪৪০ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নেয়ার পাঁচদিন আগে নিজের এই প্রণোদনা পরিকল্পনা ঘোষণা করলেন জো বাইডেন।

সংক্রমণের দিক থেকে শীর্ষতালিকায় থাকা যুক্তরাষ্ট্রে গত তিনদিন ধরে প্রতিদিন আক্রান্ত হচ্ছে ২ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ। সেদেশে আক্রান্তের সংখ্যা এখন ২ কোটি ৩৫ লাখেরও বেশি। গত তিনদিন ধরে প্রতিদিন মরছে গড়ে চার হাজার রোগী। সবমিলিয়ে সেদেশে মৃতের সংখ্যা এখন চার লাখের কাছাকাছি।