করোনাভাইরাসে ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ১০ মাসে করোনায় একদিনে সর্বনিম্ন মৃত্যু এটি। এর আগে গত বছরের ১৩ এপ্রিল পাঁচজনের মৃত্যু হয়েছিল।

সবশেষ যারা মারা গেছেন, তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন মহিলা। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ২৫৩ জনে। এছাড়া ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে আরও ৪০৪ জন।

দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জনে। স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।