সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনাভাইরাসে বিগত ৯ মাসে সর্বোচ্চ ৩ হাজার ৫৬৭ জন শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগে গত বছরের ২ জুলাই এক দিনে চার হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জন।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন। মঙ্গলবারের চেয়ে বুধবার মৃত্যু বেড়েছে। মঙ্গলবার মৃত্যুবরণ করেন ১৮ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন আট হাজার ৭৬৩ জন।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৭ হাজার ৫০২টি নমুনা পরীক্ষা করে যে কয়জনের করোনা শনাক্ত হয়েছে, এর শনাক্তের হার ১২.৯৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৮ জন পুরুষ ও সাত জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুই জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, নয় জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১৪ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯১৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৭ হাজার ৯০৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৪৪ লাখ ৮৭ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.৯৪ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০.৮৯ শতাংশ ও মৃত্যুর হার ১.৫১ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর এই প্রাণঘাতী ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।