সাইকোহেলথ নিউজ ডেস্ক
দেশে গতকাল (২৫ মার্চ) পর্যন্ত করোনা টিকা নিয়েছেন ৫১ লাখ ৩৯ হাজার ৪৫৬ জন।
এর মধ্যে পুরুষ ৩২ লাখ ৯ হাজার ৫৭ জন এবং মহিলা ১৯ লাখ ৩০ হাজার ৩৯৯ জন।
মোট করোনাভাইরাসের টিকা গ্রহণকারীর প্রায় ৬২,৪৪ শতাংশ পুরুষ এবং ৩৭.৫৬ শতাংশ মহিলা।
বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা। প্রত্যেককে এই টিকার দুটি ডোজ দিতে হবে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা শুরুতে জানিয়েছিল, টিকার দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান হবে চার সপ্তাহ।
কিন্তু পরে বলা হয়, ব্যবধান বাড়ানো হলে টিকার কার্যকারিতাও বাড়বে।
তবে টিকা নিলেও করোনায় স্বাস্থ্যবিধির নিয়মসমূহ যথাযথভাবে পালন করতে হবে, এ নির্দেশ রয়েছে বিশেষজ্ঞদের।