সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকা নিলেও মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের এক শোক প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, প্রথম দফায় যেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়েছিলো, এবারও সেভাবে নিয়ন্ত্রণ করতে হবে। সামাজিক অনুষ্ঠানে বেশী জনসমাগম না করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও সীমিত লোকবল দিয়ে অফিস-আদালত পরিচালনা করার কথাও বলেন প্রধানমন্ত্রী।
করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে নাকে বেশী করে গরম ভাপ নেয়ার পরামর্শ দেন শেখ হাসিনা। গত অধিবেশন থেকে এ পর্যন্ত যেসব সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, রাজনীতিবিদ, লেখক, সাংবাদিকসহ বিশিষ্টজনরা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।
এছাড়া লক্ষ্মীপুর-২ আসন শূন্য হওয়ার বিষয়টি সংসদকে অভিহিত করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। করোনাভাইরাসে মারা যাওয়া সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাবের পর সংসদ মুলতুবি করা হয়।