সাইকোহেলথ নিউজ ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৬ হাজার ৮৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ২৩.২৮ ভাগ। আর মৃত্যু হয়েছে ৫০ জনের।
মৃতদের মধ্যে ৪০ জন পুরুষ ও ১০ জন মহিলা । তাদের মধ্যে সর্বোচ্চ ৩৬ জনই ঢাকা বিভাগের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ১৫৫ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শনাক্ত রোগীর সংখ্যা এখন ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জন। সারাদেশে ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৩ জন। সুস্থতার হার ৮৭.৬৪ ভাগ। গত বছরের মার্চে বাংলাদেশে করোনা সংক্রমণ শুরুর পর সম্প্রতি এই ভাইরাস ভয়ঙ্কর আকার নিতে শুরু করেছে।