বিশ্ব নেতাদের প্রতি সমতার ভিত্তিতে টিকা প্রদানের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সাইকোহেলথ নিউজ ডেস্ক

বিশ্ব নেতাদের প্রতি সমতার ভিত্তিতে টিকা প্রদানের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনায় তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন প্রদানে সমতার উদাহরণ সৃষ্টি করতে পারলেই বিশ্ব থেকে একযোগে করোনাভাইরাস বিদায় নেবে। তিনি বলেন, কোভিড মোকাবিলায় বিশ্বের উন্নত দেশগুলির অনেকেই ভ্যাক্সিন তৈরি করেছে। কিন্তু সেই ভ্যাক্সিন কেবল উন্নত দেশগুলিতেই প্রয়োগ করলে ভাইরাস বিশ্ব থেকে চলে যাবে না।

মন্ত্রী বলেন, এই ভাইরাস গোটা বিশ্ব থেকে একসাথে, এক হয়ে বিদায় করতে হবে। এ কারণে, করোনা প্রতিরোধে ভ্যাক্সিন প্রদানে ধনী দেশ ও গরীব দেশের মধ্যে সমতার প্রয়োগ ঘটাতে হবে।

জাহিদ মালেক বলেন, বিশ্বব্যাপী আজ স্বাস্থ্য দিবস পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সকলের জন্য সুন্দর ও স্বাস্থ্যকর বিশ্ব গড়ি’। এই দিবসের মূল লক্ষ্য হচ্ছে- সবার সঙ্গে সমতা ও ন্যায্যতা।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এই জুম মিটিং আলোচনার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বর্ধন সিং রানা। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া করোনা প্রতিরোধে সরকারের ১৮টি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার ওপর জোর দেন।

দেশব্যাপী করোনার অতিমারিতেও পরিবার পরিকল্পনা বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে এবং আগামীতে আরো কী কী করলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের উপকার হতে পারে, সে বিষয়ে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর।

করোনায় করণীয় বিষয়াদি তুলে ধরে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম।
সভায় সূচনা বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব জেবুন্নেছা বেগম। মূল প্রবন্ধ পাঠ করেন সিডিসি-এর লাইন ডিরেক্টর নাজমুল ইসলাম।