বাংলাদেশে প্রতি ২৩ মিনিটে মারা যাচ্ছে একজন

করোনাভাইরাস, করোনা সংক্রমণ, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতি ২৩ মিনিটে মারা যাচ্ছে একজন করে রোগী। গত ১০ দিনের সরকারি হিসেব বিশ্লেষণ করলে এমন তথ্য উঠে আসে।

স্বাস্থ্য অধিদফতরের হিসেব অনুযায়ী করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর চলতি মাসের ১০ দিনে মারা গেছে ৬৫১ জন। প্রতিদিনকে মিনিটে রূপান্তরিত করলে দাঁড়ায় এক হাজার ৪৪০ মিনিট। ১০ দিন মানে হলো ১৪ হাজার ৪শ’ মিনিট।

এবার এই ১৪ হাজার ৪শ’ মিনিটকে ৬৫১ দিয়ে ভাগ করলেই দেখা যায় করোনায় প্রতি ২৩ মিনিটে মারা যাচ্ছে একজন করে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ দৈনিক মৃত্যু।

এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৬৬১। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫৩ জন পুরুষ ও ২৪ জন নারী।