সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আইসিডিডিআরবি’র নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। বিএনপির পক্ষ থেকে শুরুতে অস্বীকার করা হলেও পরে জানানো হয়, আক্রান্ত হলেও বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
কারাবন্দি অবস্থায় হাসপাতালে থাকার পর ছাড়া পেয়ে গতবছর মার্চে গুলশানের বাসায় ওঠেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর সব সময়ের সঙ্গী গৃহপরিচারিকা ফাতেমা ও একজন নার্স।
তিনদিন আগে ফাতেমা করোনায় আক্রান্ত হলে শনিবার খালেদা জিয়ার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য তা আইসিডিডিআরবিতে পাঠানো হয়। এতে তিনি করোনা শনাক্ত হয়। সকালে সেই রিপোর্ট ছড়িয়ে পড়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কিন্তু বিএনপি এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এর সত্যতা অস্বীকার করায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তা নিশ্চিত করা হয়।
এরপরও দুপুর পর্যন্ত বিএনপি’র পক্ষ থেকে দাবি করা হয়, বেগম জিয়ার করোনায় আক্রান্ত হওয়া তো দূরের কথা, তার নমুনাই পরীক্ষাই করানো হয়নি।
পরে বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকার করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে প্রথমে কেন তা অস্বীকার করা হলো, সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান মির্জা ফখরুল।