সাইকোহেলথ নিউজ ডেস্ক
রোজই ভাংছে মৃত্যু, না হয় শনাক্তের রেকর্ড। সবশেষ ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে রেকর্ড ৮৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৪ জনই ষাটোর্ধ। ৪১ থেকে ৬০ বছরের মধ্যে প্রাণ হারিয়েছে ২৭ জন।
এ নিয়ে পরপর তিনদিন সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হলো। চলতি মাসের ১২ দিনে প্রাণ হারালেন ৭৭৬ জন। মোট মৃতের সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই।
আগের দু’দিন ৫ হাজারের ঘরে থাকলেও শনাক্ত আবার উঠেছে সাত হাজারের ঘরে। প্রায় ৩৫ হাজার নমুনা পরীক্ষায় ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন ৭ হাজার ২০১ জন। শনাক্তের হার ২০.৫৯ শতাংশ।
সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। মৃতদের মধ্যে ঢাকায় ৫৪ ও চট্টগ্রামে ১৭ জন মারা গেছে। এরপরই খুলনা ও রাজশাহীর অবস্থান।
দ্বিতীয় ধাপে করোনার নতুন ধরনে সুস্থতার হারও কম। আগে সুস্থতার হার ছিলো ৯০ এর কাছাকাছি। আর গত কয়েক দিনে তা নেমে এসেছে শতকরা ৮৩ ভাগে।