আবারো বাড়ছে সংক্রমণ ও মৃত্যুহার

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

আবারো ধীরে ধীরে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী এ ভাইরাসে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ২৪৮।

মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন মহিলা। এর মধ্যে ৪১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন আর ষাটোর্ধ্ব ২৪ জন। স্বাস্থ্য অধিদফরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, সবশেষ ২৪ ঘন্টায় সারাদেশে ২০ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬০৮ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭।
শনাক্তের হার ৭.৮৩ শতাংশ।

এছাড়া ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন। সুস্থতার হার ৯২.৬৫ শতাংশ।