সাইকোহেলথ নিউজ ডেস্ক
সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে এই ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে আশুলিয়া গরুর হাট এলাকায় গণধর্ষনের এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ থেকে রাত ৮টার দিকে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে আসেন ওই তরুণী। সেখানে নারায়ণগঞ্জের বাসের জন্য অপেক্ষা করার এক পর্যায়ে নিউ গ্রামবাংলা পরিবহনে ওঠেন তিনি।
তবে যাত্রীবাহী বাসটি গন্তব্যে যাওয়ার আগেই ওই তরুণী ছাড়া সব যাত্রীকে নামিয়ে দেয় বাসের হেলপার ও ড্রাইভার।
এক পর্যায়ে ওই তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে নবীনগর নিয়ে যায় তারা। বাসের দরজা-জানালা বন্ধ করে চালক ও হেলপারসহ ছয়জন তার চালায় পাশবিক নির্যাতন।
টহল পুলিশ বাসটি থামিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে এবং ছয় ধর্ষককে গ্রেফতার করে। পরে এ ঘটনায় ছয়জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা হয়।
স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে আনা হয়।