করোনায় একদিনে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস কেড়ে নিলো রেকর্ড সংখ্যক ১৪৩ জনের প্রাণ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৬৪৬ জনে। এর আগে, দেশে গত ২৭ জুন ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। তবে ২৬ জুন ছাড়া গত ২৫ জুন থেকে এ পর্যন্ত প্রতিদিনই মারা যাচ্ছে শতাধিক। গতকাল বুধবারও (৩০ জুন) ১১৫ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ২১ হাজার ৫৫৯। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। বৃহস্পতিবার (১ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, মৃত ১৪৩ জনের মধ্যে পুরুষ ৯০ জন এবং নারী ৫৩ জন।

বয়সের হিসাবে শূন্য থেকে ১০ বছরের একজন, ১০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব ১১ জন, চল্লিশোর্ধ্ব ১৮ জন, পঞ্চাশোর্ধ্ব ৪২ জন এবং ষাটোর্ধ্ব ৭০ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ৩৫ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে ১৯ জন, খুলনায় ৪৬ জন, বরিশালে আটজন, সিলেটে সাতজন, রংপুরে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে তিনজন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ও বেসরকারি ৫৬৬টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৫.৯০ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৮৮ শতাংশ।