সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৪৭ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে মৃত্যুর হিসাবে সর্বোচ্চ। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৫২১।
২৪ ঘণ্টায় মৃত ২৪৭ জনের মধ্যে ১৪১ পুরুষ ও ১০৬ জন নারী। বয়সের হিসাবে দশোর্ধ্ব দু’জন, বিশোর্ধ্ব তিনজন, ত্রিশোর্ধ্ব ১৬ জন, চল্লিশোর্ধ্ব ৩০ জন, পঞ্চাশোর্ধ্ব ৫৯ জন, ষাটোর্ধ্ব ৭৩ জন, সত্তরোর্ধ্ব ৪৫ জন, আশি বছরের বেশি বয়সী ১৭ জন এবং নব্বইয়ের বেশি বয়সী দু’জন রয়েছেন।
বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৭২ জন, চট্টগ্রামে ৬১ জন, রাজশাহীতে ২১ জন, খুলনায় ৪৬ জন, বরিশালে ১২ জন, সিলেটে ১৪ জন, রংপুরে ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে পাঁচজন।
২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন, যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ লাখ ৭৯ হাজার ৮২৭।
সোমবার (২৬ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত ১৯ জুলাই ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল প্রতিষ্ঠানটি। তার আগে ১১ জুলাই ২৩০ জনের মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫০ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৯.৮২ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৫.০৭ শতাংশ।