সাইকোহেলথ নিউজ ডেস্ক
নভেম্বরের মধ্যে দেশে আসছে সিনোফার্মের ছয় কোটি টিকা। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে ফিল্ড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় ৪০টি আইসিইউসহ এই ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ৩৫৭ শয্যার হাসপাতালটিকে পর্যায়ক্রমে এক হাজার শয্যায় উন্নীত করা হবে। তবে সংক্রমণ কমাতে সাস্থ্যবিধি মানা ও সবাইকে টিকার আওতায় আনা হবে বলে জানান তিনি।
রাজধানীতে ৬ হাজার শয্যা ও ১৫শ’ আইসিইউ থাকলেও রোগীর চাপে অনেকে হাসপাতলে ভর্তি হতে পারছেন না। এ অবস্থায় দেশজুড়ে গণটিকা আরো জোরদার করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, করোনা রোগীর জন্য হাসপাতালে শয্যা বাড়ানো মূল লক্ষ্য নয়, বরং সংক্রমণ কমানোই সরকারের প্রধান কাজ। একই হাসপাতালে করোনাসহ বহু রোগের চিকিৎসা দিতে হচ্ছে। তাই সংক্রমণ ও মৃত্যু কমাতে সবাইকে আরো সচেতন হবার পরামর্শ দেন তিনি।