করোনায় প্রাণ গেলো আরও ২১৫ জনের

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাসে দেশে আরো ২১৫ জনের মৃত্যু হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় ১০ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২.৪৬ ভাগ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শতভাগ স্বাস্থ্যবিধি ও করোনা টিকা গ্রহণের মাধ্যমে এ মহামারি নিয়ন্ত্রণ করা সম্ভব।

করোনার ধরন পরিবর্তন হওয়ায় বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৬১৩। মৃতদের মধ্যে ১০৭ জন পুরুষ আর ১০৮ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, মৃতদের মধ্যে ৫০ জনের বয়স ৫০ বছরের নিচে। আর ১৬৪ জনের বয়স ৫১ থেকে ৯০ বছরের মধ্যে। অন্যদিকে ১০০ বছরের ঊর্ধ্বে মারা গেছেন একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ঢাকা বিভাগে মোট মারা গেছেন ১০ হাজার ৫০৭ জন। এরপর রয়েছে চট্টগ্রাম ও খুলনার অবস্থান। ২৪ ঘন্টায় প্রায় ৫০ হাজার নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১০ হাজার ১২৬ জন।

একদিনে ১৩ হাজার ৯৯০ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ্ হয়েছেন ১২ লাখ ৬৫ হাজার ৬৫ জন।