সাইকোহেলথ নিউজ ডেস্ক
নির্বাচন কমিশনের ডাটাবেজে মৃত উল্লেখ থাকায় করোনার টিকা নিতে পারছেন না ঝিনাইদহের কাঞ্চননগরের এক ব্যবসায়ী। সরকারি হিসেবে ২০১৮ সাল থেকেই মৃত এসএম আনোয়ার হোসেন নামের এই ব্যক্তি।
এ অবস্থায় টিকা রেজিস্ট্রেশন করতে পারছেন না তিনি। নিজেকে জীবিত প্রমাণ করতে স্থানীয় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন আনোয়ার। তিনি জানান, টিকা রেজিস্ট্রেশন করতে বারবার ব্যর্থ হলে সমাধান খুঁজতে জেলা নির্বাচন কার্যালয়ে যান।
সেখানে গিয়েই জানা যায়, তিনবছর আগেই মৃত্যু হয়েছে তার। এদিকে, ডাটাবেজে কীভাবে এমন ঘটনা ঘটলো, তার সঠিক জবাব দিতে পারছে না নির্বাচনী কার্যালয়। ধারণা করা হচ্ছে, একই নামে অন্য কোন ব্যক্তির তথ্য পরিবর্তনের সময় এমন ভুল হয়ে থাকতে পারে।
প্রমাণাদিসহ আবেদন করলে তা বিবেচনার আশ্বাস দিয়েছেন স্থানীয় নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা।