ইন্টারন্যাশনাল ডেস্ক
তাজিকিস্তান নয়, সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি। তালেবানের কাবুল দখলের আগমুহূর্তে তিনি বিদেশে পাড়ি জমান। এ সময় গুজব ওঠে, আশরাফ গণি পালিয়েছেন পাশ্ববর্তী কোন দেশে।
বিশেষ করে তিনি তাজিকিস্তানে যেতে পারেন বলে সবচেয়ে বেশি ধারণা করা হচ্ছিল। বলা হচ্ছিল, আশরাফ গনি সাথে নিয়েছেন বিপুল অংকের অর্থ। যা প্রায় ২০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ।
সংকটময় মুহূর্তে দেশত্যাগ করায় আফগান প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠে সমালোচনার ঝড়। এমনকি যুক্তরাষ্ট্রের অনেকেই তার নিন্দা জানান। তবে বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আশরাফ গণি ও তার পরিবারকে এই দেশে স্বাগত জানানো হয়েছে।
সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, মানবিক কারণে আশ্রয় দেয়া হয়েছে গণি পরিবারকে। সংযুক্ত আরব আমিরাত হচ্ছে সেই তিন দেশের অন্যতম, যারা ১৯৯৬ সালের তালেবান সরকারকে সমর্থন জানিয়েছিল। সমর্থন জানানো বাকি দুই দেশ হলো পাকিস্তান ও সৌদি আরব।