সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনায় দেশে সবশেষ ২৪ ঘন্টায় মারা গেছে ১৪৫ জন। এতে মোট প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ২৫ হাজার। এ পর্যন্ত করোনাভাইরাসে দেশে মারা গেলেন ২৫ হাজার ২৩ জন।
এক বিবৃতিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ ২৪ ঘন্টায় ৫ হাজার ৯৯৩ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ১৭.১৮ শতাংশ। বর্তমানে মোট শনাক্তের সংখ্যা ১৪ লাখ ৫৩ হাজার ২০৩।
২৪ ঘন্টায় যারা মারা গেছে, তাদের মধ্যে সবচেয়ে বেশী ঢাকা বিভাগে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৪৩ জন মারা গেছে।