দেশে করোনায় মৃতের সংখ্যা একশ’র নিচে

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

টানা দুই মাস পর দেশে করোনায় মৃতের সংখ্যা একশ’ জনের নিচে নেমে এসেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে মৃত্যু হয়েছে ৮০ জনের। ৬৩ দিন পর সংখ্যা নেমে এলো একশ’র নিচে। এর আগে গত ২০ জুন করোনাভাইরাসে মারা যান ৮২ জন।

ফলে সম্প্রতি শেষ হওয়া কঠোর বিধিনিষেধের সুফল দৃশ্যমান হতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৩৬ জন।

মৃত ৮০ জনের মধ্যে ৪১ জন পুরুষ ও ৩৯ জন নারী। মৃত্যু বিবেচনায় এগিয়ে ঢাকা বিভাগ। এ বিভাগে ৩৪ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ২১ জন, খুলনায় ৯ জন, বরিশালে ৪ জন, সিলেটে ৬ জন, রংপুরে ৩ জন, ময়মনসিংহে ২ জন এবং রাজশাহীতে একজন মারা গেছেন।

সারাদেশে ৭৮৯টি ল্যাবে ২৫ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয় ৩ হাজার ৪৩৬ জন। যা দুই মাসে সবচেয়ে কম। এর আগে ২০ জুন আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৬৪১ জন।

একদিনে শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগে ২,৩৪৮ জন, চট্টগামে ৫৫৪, রাজশাহীতে ৬৭, রংপুরে ৮৫, খুলনায় ১২৪,বরিশালে ৭৫, ময়মনসিংহে ৫৬ এবং সিলেটে ১২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।