সাইকোহেলথ নিউজ ডেস্ক
দেশে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যা এ বছরে একদিনে সর্বাধিক রোগী ভর্তির ঘটনা। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও তিনজন মারা গেছে। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছরে প্রাণ হারালো ৪৮ জন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
এতে আরও বলা হয়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ২৬২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি আছে এক হাজার ১৩১ জন। বাকি কেবল ১৩১ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।
এ নিয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ হাজার ৯৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ৬৬৮ জন।