করোনা নিয়ন্ত্রণে আসায় স্কুল কলেজ খোলা সম্ভব হয়েছে

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্কুল কলেজ খোলা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীতে চিকিৎসকদের এক ওরিয়েন্টশন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, কোন ম্যাজিক দিয়ে নয়, কাজের মাধ্যমেই দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এনেছে সরকার।

ভ্যাকসিন সরবরাহ বাড়ানো গেলে সংক্রমণ আরো কমবে বলে আশা করেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জুনিয়র কনসালটেন্ট পদে নবনিযুক্ত ৪০৯ জন অ্যানেসথেসিয়া চিকিৎসক যোগদান অনুষ্ঠানে তিনি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্বস্তি প্রকাশ করেন।

করোনাকালে অ্যানেথেসিয়া ডাক্তারদের প্রকট সংকট দেখা দেয়। ফলে চিকিৎসা সেবা ব্যাহত হয়। এ পরিস্থিতিতে সরকার বিশেষভাবে পিএসসি’র মাধ্যমে এ বিভাগে জুনিয়র কনসালটেন্ট পদে ৪০৯ জনকে নিয়োগ দেয়।

তাদের এই যোগদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী তৃণমূল পর্যন্ত দেশের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলেন। তিনি বলেন, করোনার টিকা সংগ্রহ আরো ত্বরান্বিত হচ্ছে।