সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনায় আক্রান্ত রোগীদের সুস্থতার হার ক্রমান্বয়ে বাড়ছে। নতুন রোগী শনাক্ত ও এর হারও কমছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে তিন হাজার ৮৭৩ জন করোনা থেকে সেরে উঠেছেন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.০২ শতাংশ।
নিয়মিত সংবাদ বিবৃতিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৬১৫টি। এতে এক হাজার ৯০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ৬.৬৪ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৫১ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৫৮।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, ষাটোর্ধ্ব ১৮ জন, সত্তরোর্ধ্ব পাঁচজন, আশি-ঊর্ধ্ব তিনজন ও ৯০ বছরের বেশি বয়সী দুইজন রয়েছেন।
তাদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে চারজন, খুলনায় পাঁচজন, বরিশালে তিনজন, সিলেটে পাঁচজন ও রংপুর বিভাগের তিনজন।