সাইকোহেলথ নিউজ ডেস্ক
বিমানবন্দরের ৬টি আরটি পিসিআর ল্যাবেরই অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফলে নির্বিঘ্নে দেশটিতে যেতে পারছেন প্রবাসী কর্মী ও বিদেশগামীরা।
আমিরাতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এ সংক্রান্ত চিঠিতে একমাত্র শর্ত হিসেবে বলা হয়, যাত্রা শুরুর ৬ ঘণ্টা আগে অনুমোদিত ল্যাবগুলো থেকে করোনা পরীক্ষা করাতে হবে। সেখান থেকে নেগেটিভ সার্টিফিকেট পেলেই তারা যাত্রা করতে পারবেন আরব আমিরাতের উদ্দেশ্যে।
করোনার কারণে ফ্লাইট বন্ধ থাকলেও বাংলাদেশের সিভিল এভিয়েশনের বিশেষ অনুমতি নিয়ে ঢাকা থেকে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস এয়ারলাইন্স।
বিমানবন্দরে স্থাপিত ৬টি প্রতিষ্ঠানের আরটি পিসিআর ল্যাবে প্রতিদিন অন্তত সাড়ে তিন হাজার যাত্রীর তাৎক্ষণিক করোনা পরীক্ষা সম্ভব বলেও জানিয়েছেন কর্মকর্তারা।