সাইকোহেলথ নিউজ ডেস্ক
বাংলাদেশের ৪০ ভাগ মানুষের জন্য দ্রুত টিকা পাঠাতে রাজি হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। এরই অংশ হিসেবে কোভ্যাক্সের আওতায় ডিসেম্বরের মধ্যেই দেশের ২০ ভাগ মানুষের জন্য ভ্যাকসিন পাঠানো হবে। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ট্রেডোস আধানম গাব্রিয়েসুসের সাথে বৈঠককালে এমন আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দ্বি-পাক্ষিক ওই বৈঠক শেষে বিবৃতিতে এসব কথা জানান মন্ত্রী। তিনি জানান, কোভ্যাক্সের আওতায় ভ্যাকসিন পাওয়ার পাশাপাশি সরকারের টিকা কেনার কার্যক্রমও অব্যাহত থাকবে। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের কাছে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন বেশি সংখ্যক পাঠানোর অনুরোধ জানান।
এই বিষয়টিতে গুরুত্ব দেয়ার আশ্বাস দেন ডব্লিউএইচও মহাপরিচালক। এদিকে, ডিসেম্বরের মধ্যে মূল জনগোষ্ঠীর ৫০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম। শনিবার বিকেলে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
কোভ্যাক্সের আওতায় জার্মানি থেকে এ সময় অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার জানান, কোভিড-১৯ মোকাবেলায় জার্মানিকে পাশে পাবে বাংলাদেশ। সিনিয়র স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া এ সময় অন্যান্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন।