সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮১৪।
একই সময়ে ১৫ হাজার ৪২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন আরও ২৭৮ জন। শনাক্তের হার ১.৮৫ ভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে ঢাকা, রাজশাহী ও খুলনায় দু’জন করে ছয়জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহে তিনজন মারা গেছেন।