বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের যত আয়োজন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, সবার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাই হোক বৈশ্বিক অগ্রাধিকার

রাজধানী ও রাজধানীর বাইরে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিবসের এবারের প্রতিপাদ্য সবার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাই হোক বৈশ্বিক অগ্রাধিকার।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সকাল ১০টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট চত্বর থেকে বের হবে বর্ণাঢ্য র্যালি। পরে সকাল ১১টায় ইনস্টিটিউট ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসেসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস- বিএপি।

মানসিক সমস্যার বৈচিত্র্যপূর্ণ বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা ও সেমিনারের আয়োজন করেছে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এবং বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটিতে র্যালি ও আলোচনাসহ দিনব্যাপী নানা আয়োজন রেখেছে এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ।

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে সকালে নিজ নিজ ক্যাম্পাসে র্যালি ও কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান সমিতি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগসহ বিভিন্ন সংগঠন।