কমছে ডেঙ্গু আক্রান্ত, থামছেনা মৃত্যুর মিছিল

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু

বৃহস্পতিবার সকাল টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিন) ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর এ হিসাব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯০ জন; এ সময়ে মৃত্যু হয়েছে দুজনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১৩৩ জন ভর্তি হয়েছে, ঢাকায় এ সংখ্যা ৫৭। আর মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকার, আরেকজন ঢাকার বাইরের।

মোট আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নেন ১ লাখ ৯ হাজার ৩৯৭ জন। ঢাকা শহরের বাইরে এই সংখ্যা ২ লাখ ৯ হাজার ৪০৬ জন।

১৫ ডিসেম্বর সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১ হাজার ৭৪১ জন রোগী। তাদের মধ্যে ৫১২ জন ঢাকায় এবং ১ হাজার ২২৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৮ হাজার ৮০৩ জনে, যাদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৬৭৮ জন। তাদের মধ্যে ৯৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকায়, বাকি ৭১০ জনের মৃত্যু হয়েছে ঢাকার বাইরে।