সাইকোহেলথ নিউজ ডেস্ক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২২ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ জুন) সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজলার সাতগাও, জানাউড়া, লালবাগ, সবুজবাগ, মুসলিমবাগ, শাহিবাগ ও মিশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, পাগলা কুকুরের কামড়ে এ পর্যন্ত ২২ জন চিকিৎসা নিয়েছেন। গুরুতর তিনজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া আহতরা হলেন- গজানন্দ, রাজেল, শ্রীকান্ত, জামান, জিহান, রামরতি, মায়া, আসলাম, পুতুল, দিলীপ, শ্যামল, সজন, শিশির, জয়ন্তী, কেফায়েত, আল আমিন, সন্দীপন, নাসিমা, রুহিত, রায়হানসহ আরও কয়েকজন। তাদের মধ্যে পুতুলের অবস্থা আশঙ্কাজনক।
চিকিৎসা নেওয়া ব্যক্তিরা জানান, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে একটি পাগলা কুকুর শিশুসহ বয়স্কদের কামড় দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার জানান, শুক্রবার রাত ৯টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন কুকুরের কামড়ের চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে।