সাইকোহেলথ নিউজ ডেস্ক, ঢাকা
করোনা মহামারীর মধ্যে শিশুদের প্রতি বিশেষভাবে যত্ন নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাসায় বসে নিয়মিত পড়াশুনা করতে শিশুদের প্রতিও অনুরোধ জানান তিনি। শেখ রাসেলের ৫৭তম জন্মদিনের বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হচ্ছে নানা আয়োজনে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন কয়েকটি অনুষ্ঠানে। এসময় প্রধানমন্ত্রী ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের ম্যুরাল ও শহীদ শেখ রাসেল ভবন উদ্বোধন করেন। এছাড়া শেখ রাসেলকে নিয়ে লেখা দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে শিক্ষা বৃত্তি, আর্থিক অনুদানের চেক ও ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিশুদেরকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই পরিষদ গঠিত হয়েছিলো। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছানোর দৃঢ় প্রত্যয় আবারো ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।