আফগানিস্তানে ভয়ানক ভূমিকম্পে লাশের মিছিল

Afhganistan

সাইকোহেলথ নিউজ ডেস্ক

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহত হয়েছে অন্তত ২৮০ জন। আহত হয়েছে আরও অসংখ্য মানুষ। স্থানীয় সময় বুধবার (২২ জুন) রাত দেড়টার দিকে পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে।

স্থানীয় বখতার নিউজ এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে আহত হয়েছে ছয়শ’রও বেশি মানুষ। তাদের অবস্থা এতটাই গুরুতর যে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালেবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি টুইটারে জানান, ‌’দুর্ভাগ্যক্রমে গতরাতে পাকতিয়া প্রদেশের চার জেলায় গুরুতর ভূমিকম্পে শতশত মানুষ হতাহত এবং বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে’। ‘আমরা সব ত্রাণ সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তারা পরবর্তী বিপর্যয় রোধে ওই এলাকায় এখনই কর্মী পাঠায়’।

ভূ-কম্পনের কেন্দ্রস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর খোস্ত থেকে ৪৪ কিলোমিটার দূরে ভূগর্ভের ৫১ কিলোমিটার নিচে। মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা- ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।

কেন্দ্রস্থল থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত ভূমিকম্পটি অনূভত হয়। এমনকি পাকিস্তান ও ভারতেও এর আঁচ পাওয়া যায়। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গায়ান ও বারমাল জেলার।

স্থানীয় আরেক সংবাদ মাধ্যম ইতিলাত-ই রোজ জানিয়েছে, গায়ান জেলার একটি গ্রামের পুরোটাই ধ্বংস হয়ে গেছে।

অবস্থানগত কারণে আফগানিস্তান ভূমিকম্প প্রবণ দেশ। অনেকগুলো চ্যূতি রয়েছে সেখানে। এর মধ্যে চমন, হরি রাড, সেন্ট্রাল বাদাখশান এবং দরবাজ চ্যূতি অন্যতম।

গত ১০ বছরে আফগানিস্তানে কেবল ভূমিকম্পে মারা গেছে ৭ হাজারেরও বেশি মানুষ।