সাইকোহেলথ নিউজ ডেস্ক
জাতির পিতার রেখে যাওয়া অসাম্প্রদায়িক আদর্শ নিয়েই সরকার পথ চলবে বলে প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির কেন্দ্রীয় পূজা মণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই প্রত্যয় জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অসম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সকল ধর্ম, বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করবে এবং যার যার ধর্ম সে সে পালন করবে। অর্থাৎ ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। প্রধানমন্ত্রী বলেন, মাঝে মাঝে কিছু দুষ্টচক্র অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে মানুষের ভেতরকার এই চেতনাটাকে নষ্ট করতে চায়।
পূজা মণ্ডপে অরাজকতা সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও প্রত্যয় জানান তিনি। সম্প্রতি কুমিল্লায় গুজবকে কেন্দ্র করে পুজা মণ্ডপ ভাংচুর ও অরাজকতা সৃষ্টির ঘটনায় এই প্রত্যয় জানান সরকার প্রধান।
তিনি বলেন, যেখানে যেখানে যারাই এ ধরনের ঘটনা ঘটাবে, সাথে সাথে তাদের খুঁজে বের করা হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘যথাযথ শাস্তি তাদের দিতে হবে। মানে এমন শাস্তি যেন ভবিষ্যতে আর কেউ সাহস না পায়, সেটাই আমরা চাই।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. কিশোর রঞ্জন মণ্ডল। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত এবং রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকার অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার।