সাইকোহেলথ নিউজ ডেস্ক
কিটের মাধ্যমে করোনা ভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার। দুপুরে (২৪ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, দীর্ঘদিন ধরে অ্যান্টিবডি পরীক্ষার জন্য অনেকের দাবির পরিপ্রেক্ষিতে অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে।
এখন থেকে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সরকারি ও বেসরকারিভাবে অ্যান্টিবডি টেস্ট করা যাবে।
শরীরে নির্দিষ্ট কোন রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কি-না, তা পরীক্ষার জন্য রক্তের নমুনা নিয়ে কিটের মাধ্যমে অ্যান্টিবডি টেস্ট করা হয়ে থাকে।
ব্রিফিংয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর উপস্থিত ছিলেন।
এর আগে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটিসহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অনেকবার অ্যান্টিবডি ও অ্যান্টিজেন টেস্ট চালু করার পরামর্শ দেন। পরবর্তীতে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেয়া হলেও অনুমোদন মেলেনি অ্যান্টিবডি টেস্টের।