করোনায় মৃত্যু ও শনাক্ত আবারও বেড়েছে

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত আবারও বেড়েছে। সরকারি হিসেবে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪১ জন। নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৬৫ জন। তিন সপ্তাহের মধ্যে এটি সর্বোচ্চ।

এর আগে গত ৬ মে ১ হাজার ৮২২ জন শনাক্তের খবর জানিয়েছিলো স্বাস্থ্য বিভাগ। আর ৯ মে মারা যান ৫৬ জন। এ পর্যন্ত করোনায় মোট মারা যায় ১২ হাজার ৬৬০ জন।

আক্রান্ত ৮ লাখ ২ হাজার ৩০৫ জন। গেলো ২৪ ঘণ্টার ১৮ হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৯.৬৭ শতাংশ।

একই সময়ে ১ হাজার ৭৭৯ জন সুস্থ হয়েছেন । এ নিয়ে মোট ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন সুস্থ হলেন।