সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনায় দেশে একদিনে আবারো ৪০ জনের মৃত্যু হলো। প্রায় তিন মাস পর এই ঘটনা ঘটলো। মৃতদের মধ্যে ২৪ জনই মারা গেছে ঢাকা বিভাগে। আর ১০ জন মারা গেছে চট্টগ্রাম বিভাগে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,১২৯। ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১,৮৭৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শনাক্তের হার ওঠানামা করলেও গত কয়েকদিন ধরে স্পষ্টতই বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। মৃত ৪০ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ১৪ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৪, চট্টগ্রামে ১০, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে এবং খুলনা ও সিলেট বিভাগে ২ জন মারা গেছেন। এর আগে গত ২১ সেপ্টেম্বর ৪০ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
বিবৃতিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক ১৯ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে শনাক্ত হয়েছে ১,৮৭৭ করোনা রোগী। শনাক্তের হার ৯.৮৫ শতাংশ। গত ২৫ অক্টোবরের পর আবারো করোনা শনাক্তের হার নামে ১০ শতাংশের নিচে।
সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে, একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৪ জন। মোট সুস্থতার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৭২৯। সুস্থতার হার ৮৬.৩৫ শতাংশ।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরু থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।