সাইকোহেলথ নিউজ ডেস্ক
বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড- বিটিসিএলের ওটিটি বা ওভার দ্যা টপ কলিং সেবা ‘আলাপ’ থেকে কল করা যাবে যে কোন ল্যান্ডফোনে বা মোবাইলে। এতে প্রতি মিনিটে খরচ হবে ৩০ পয়সা।
মোবাইল বা ল্যান্ডফোন থেকেও ‘আলাপ’ ব্যবহারকারীকে ফোন দেওয়া যাবে। ইন্টারনেট সংযোগ থাকলে আলাপ থেকে আলাপ বিনামূল্যে কথা বলা এবং চ্যাট করা যাবে।
রবিবার ভার্চুয়ালি এই অ্যাপের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ইতোমধ্যে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড হয়েছে লক্ষাধিক।
মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলাপ ইন্সটল করলেই গ্রাহক তার নিজের বর্তমান মোবাইল নম্বরের সঙ্গে মিলিয়ে একটি নতুন আলাপ নম্বরের মালিক হবেন।