ইউনাইটেড মেডিকেলের নিবন্ধন নেই, নেওয়া হবে ব্যবস্থা: স্বাস্থ্য অধিদপ্তর

ছবি: সংগৃহীত

সাইকোহেলথ নিউজ ডেস্ক

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা কার্যক্রম পরিচালনায় কোনো নিবন্ধন ছিল না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, এ অবস্থায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা অবৈধ। এমনকি নিবন্ধন ছাড়াই শিশু আয়ানকে চিকিৎসা দেওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মইনুল আহসান জানান, শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর স্বপ্রণোদিত হয়ে একটি তদন্ত কমিটি করেছে। ১৮ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা। যেহেতু বিষয়টি তদন্তাধীন, তাই আমরা এ মুহূর্তে ইউনাইটেড মেডিকেল কলেজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না। তবে তদন্ত শেষ হলে অবশ্যই এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।

ইউনাইটেড মেডিকেলের নিবন্ধন নেই, খতনা করাতে গিয়ে পাঁচ বছর বয়সী শিশু আয়ানের মৃত্যুর পর নজরে আসে বিষয়টি।

প্রসঙ্গত, গত সোমবার (৮ জানুয়ারি) রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান মারা যায়। টানা ৭ দিন লাইফ সাপোর্টে ছিল আয়ান।