এইডস রোগীর সংখ্যা ও মৃত্যুর হার কমেছে

HIV AIDS, এইচআইভি এইডস

সাইকোহেলথ নিউজ ডেস্ক

বাংলাদেশে এইচআইভি এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর হার কমেছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত চিকিৎসকের পরামর্শ ও ওষুধ সেবন করার মাধ্যমে এই রোগের মৃত্যু ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। ফলে এইচআইভি পজিটিভ মানেই মৃত্যু- এমন ধারণা এখন অমূলক।

এর বাস্তব উদাহরণ বেসরকারি সংস্থা আশার আলো সোসাইটির উপ-পরিচালক। বিদেশ থাকাকালে ১৯৯৮ সালে তিনি এইচআইভি পজেটিভ হন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে এইচআইভি নেগেটিভ সন্তানের বাবা হন তিনি। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে সুখে আছেন তিনি।

সরকারি পরিসংখ্যান বলছে, ১৯৮৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৩০ বছরে দেশে এইচআইভি এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৩শ’ ৭৪। যদিও ধারণা করা হয়, বাস্তবে এই সংখ্যা আরো বেশি। তবে এইচআইভি সনাক্তের হার এখন সবচেয়ে কম। ২০১৬ সালে ঝুকিঁপূণ এইচআইভি রোগী সনাক্তের হার ছিলো ৩.৯ ভাগ। বর্তমানে এই হার ২ এর নিচে।

ঢাকা ও চট্টগ্রাম বিভাগেই প্রায় সাড়ে চার হাজার এইডস রোগী। এই রোগের সংক্রমণ রোধে দেশের ২৩টি অঞ্চলকে গ্রিন জোন ঘোষণা করে কাজ করছে সরকার। এইডস রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।