সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫৩ জনের প্রাণহানি হয়েছে, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ছাড়ালো। এই সংখ্যা এখন ১৫ হাজার ৬৫।
২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭।
রোববার (৪ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৯৬ এবং নারী ৫৭ জন। বয়সের হিসাবে মৃতদের মধ্যে বিশোর্ধ্ব ৩ জন, ত্রিশোর্ধ্ব ১১ জন, চল্লিশোর্ধ্ব ২৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৪৫ জন এবং ষাটোর্ধ্ব ৭০ জন।
বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, সবশেষ একদিনে সবচেয়ে বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে খুলনায় ৫১ জন। এছাড়া ঢাকায় ৪৬, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ১২, খুলনায় ৫১, বরিশালে ৩,সিলেটে ২, রংপুরে ১৫ এবং ময়মনসিংহ বিভাগে ৯ জনের মৃত্যু হয়।
এর আগে, ১ জুলাই একদিনে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। এরপর ২ জুলাই ১৩২ জন মারা যান। ৩ জুলাই ১৩৪ জনের প্রাণহাণি হয়।
সারাদেশে একদিনে নমুনা পরীক্ষা হয় ২৯ হাজার ৮৭৯টি। করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন। ২৪ ঘন্টায় সুস্থতার হার ৮৮ দশমিক ২৫ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।