সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাদেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৯১৩।
একদিনে করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ৩২২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১৫ হাজার ২৮২। মঙ্গলবার (৮ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এতে বলা হয়, মৃত ৪৪ জনের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৭ জন নারী। তাদের মধ্যে রয়েছেন ষাটোর্ধ্ব ২৬ জন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন, চল্লিশোর্ধ্ব তিনজন, ত্রিশোর্ধ্ব চারজন এবং দশোর্ধ্ব একজন।
এছাড়া ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে সাতজন, রাজশাহী ১১ জন, খুলনা ছয়জন, সিলেট দুইজন, রংপুর পাঁচ এবং ময়মনসিংহ বিভাগে দু’জন রয়েছেন।
এই একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৬২ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২. ৬৪ শতাংশ। এদিকে, একই সময়ের মধ্যে সারাদেশের ৫০৯টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হয় ১৯ হাজার ২৫৯টি। এর বিপরীতে শনাক্তের হার ১২.১২ শতাংশ।
গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৪০ শতাংশ। আর মৃত্যুহার ১.৫৮ শতাংশ।