সাইকোহেলথ নিউজ ডেস্ক
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ- শজিমেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা তিনদিন বন্ধ থাকবে। যান্ত্রিক জটিলতার কারণে ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত ল্যাব বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। এই তিনদিন জেলায় কোন নমুনা সংগ্রহ করা হবে না বলেও জানানো হয়েছে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, আগামী সোমবার (১১ অক্টোবর) থেকে যথারীতি জেলায় নমুনা সংগ্রহ ও শজিমেকে করোনা পরীক্ষা চালু হবে।