করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত কমতির দিকে

করোনায় মৃত্যু ও শনাক্ত

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা এখন অনেকটাই কমতির দিকে। ৫১ দিন পর একদিনে এটি সর্বনিম্ন মৃত্যু। এর আগে সবশেষ ৩০ জুন ১১৫ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে আরো ১২০ জন প্রাণ হারিয়েছেন। এদিন প্রায় ২৪ হাজার নমুনা পরীক্ষায় ৪ হাজারের মতো নতুন করোনা রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, একদিনে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ৪০ জন। দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে ২৭ জন। সবমিলিয়ে করোনায় দেশে এখন মৃতের সংখ্যা ২৫ হাজার ১৪৩। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৬৯ জন আর নারী ৫১ জন। তাদের মধ্যে ৩১ থেকে ৬০ বছরের মধ্যে ৪২ জন। আর ৬১ থেকে ৮০ বছরের মধ্যে ৭৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কমে আসছে সংক্রমণের হারও। গত ২৪ ঘন্টায় ৭২৪টি ল্যাবে ২৪ হাজারের মতো নমুনা পরীক্ষায় ৩ হাজার ৯৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬.৭১ শতাংশ। এর মধ্যে ঢাকায় শনাক্ত হয়েছে দেড় হাজার।

সবশেষ ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩ শতাংশ।