সাইকোহেলথ নিউজ ডেস্ক
দেশে করোনাভাইরাসে আরো ২৪১ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ হাজার ৬৫২। একদিনে মৃত্দের মধ্যে ঢাকা বিভাগেই মারা যান শতাধিক। ৪২ হাজার নমুনা পরীক্ষায় ১০ হাজার ২৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, সংক্রমণের হার কিছুটা কমে আসলেও প্রাণহানীর সংখ্যা এখনো প্রতিদিন আড়াইশ’র কাছাকাছি। সবশেষ এই ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে আরো ২৪১ জনের। এর মধ্যে ঢাকা বিভাগে সব্বোর্চ ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৯ জন আর খুলনায় ৩০ জন মারা গেছেন।
মৃতদের মধ্যে ১২৮ জন পুরুষ ও ১১৩ জন নারী। তাদের মধ্যে একুশ থেকে পঞ্চাশ বছরের ৫৪ জন। আর ৫১ থেকে ৮০ বছরের মধ্যে প্রাণ গেছে ১৭৩ জনের।
তবে ধীরে ধীরে কমে আসছে সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় ৭০৭টি ল্যাবে ৪২ হাজার নমুনা পরীক্ষায় ১০ হাজার ২৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪.৫২ শতাংশ। এর মধ্যে ঢাকায় শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, করোনা থেকে সুস্থ হওয়ার হারও বেড়েছে। সবশেষ ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন।