সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮২৩। একদিনে মৃতদের মধ্যে ছয়জন নারী ও তিনজন পুরুষ।
২৪ ঘণ্টায় করোনায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ছয়জন ঢাকা বিভাগের। মৃত বাকিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দু’জন এবং সিলেটে একজন।
একই সময়ে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ২৭৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৩২টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৪৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১.৪৯ শতাংশ।
দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৫ দশমিক ৩৪ শতাংশ।