সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮০১। এর আগে বুধবার মৃতের সংখ্যা ছিল ৭ জন।
২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব ৩ জন, পঞ্চাশোর্ধ্ব ২ জন, ষাটোর্ধ্ব ৩ জন এবং সত্তরোর্ধ্ব ২ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রামের ৪ জন এবং খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ৩ জন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩২টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা শনাক্ত হয় ২৪৩ জনের। এ নিয়ে করোনায় শনাক্ত হলেন ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৩৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জনে।