করোনায় আরও ১৭ জনের মৃত্যু

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনায় দেশে একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৭৩০। একদিনে মৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী।

তাদের মধ্যে ১৩ জন ঢাকা বিভাগে, ২ জন খুলনায় এবং ২ জন চট্টগ্রাম ও বরিশালে মারা গেছেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ ধরা পড়েছে আরও ৫১৮ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ২২ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২ দশমিক ৩৪।

এছাড়া একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন।