করোনায় আরো ১১৭ জনের মৃত্যু; কমেছে শনাক্তের হার

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৮৪৬। একদিনে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৫২৫ জনের।

শুক্রবার (২৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে ২৭ হাজার ৫৭৮টি নমুনা পরীক্ষা হয়েছে। তাতে শনাক্তের হার দাঁড়ায় ১২.৭৮ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে ঢাকায় ৪০ জন, চট্টগ্রামে ৩৭ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ১১ জন, বরিশালে ৬ জন, সিলেটে ১০ জন, রংপুরে ৫ জন এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছে। মৃত ১১৭ জনের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ৬১ জন নারী।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৩৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন এবং ১১ থেকে ২০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৫ জন। মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৪ হাজার ৩৭০। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।